ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নাহিদ ইসলাম পেলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৩:১০:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৩:১০:২৪ অপরাহ্ন
নাহিদ ইসলাম পেলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ আগস্ট: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। প্রখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত নাহিদ ইসলাম একজন বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। তার নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেশের ডিজিটাল খাতের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন দিক উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। এরপর বাকি উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণের পরপরই ড. ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেখানে তিনি দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।

 

নাহিদ ইসলামের ওপর অর্পিত এই দায়িত্ব দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে সহায়ক হবে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ