ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আদিলুর রহমান খান পেলেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব: মানবাধিকার কর্মী থেকে প্রশাসনিক দায়িত্বে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৩:০৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৩:০৩:০১ অপরাহ্ন
আদিলুর রহমান খান পেলেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব: মানবাধিকার কর্মী থেকে প্রশাসনিক দায়িত্বে ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ আগস্ট: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে, যার মধ্যে বিশিষ্ট মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শুক্রবার (৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

 

আদিলুর রহমান খান একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকার-এর প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং পেশাগত জীবনে একজন আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

মানবাধিকার কর্মী হিসেবে আদিলুর রহমান খানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৯৪ সালে তিনি এবং সুশীল সমাজের অন্যান্য সদস্যরা অধিকার প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং বিচারবিভাগীয় স্বাধীনতার পক্ষে কাজ করেছেন।

 

তবে তার কর্মকাণ্ডের জন্য তাকে বিভিন্ন সময় সরকারের চাপে পড়তে হয়েছে। বিশেষ করে ২০১৩ সালের শাপলা স্কয়ার বিক্ষোভের সময় তার প্রকাশিত প্রতিবেদনের জন্য তাকে আটক করা হয়েছিল এবং তিনি বেশ কিছু সময় কারাগারে কাটান।

 

এবারের অন্তর্বর্তী সরকারে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার মাধ্যমে আদিলুর রহমান খান নতুন ভূমিকা পালন করবেন। মানবাধিকার কর্মী থেকে প্রশাসনিক দায়িত্বে তার এই পদক্ষেপ একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে, যা দেশের শিল্প খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ