ঢাকা, ৯ আগস্ট: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. সালেহ উদ্দিন আহমেদ ২০০৫ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আর্থিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জন্মগ্রহণ করা ড. সালেহ উদ্দিন আহমেদ শিক্ষা জীবনের শুরুতে ঢাকা কলেজিয়েট স্কুল ও ঢাকা কলেজ থেকে সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। তার একাডেমিক কৃতিত্ব তাকে ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগ দেওয়ার সুযোগ করে দেয়।
পরবর্তীতে, ড. সালেহ উদ্দিন পাকিস্তানের সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেন এবং ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বিশাল অভিজ্ঞতা এবং দক্ষতা দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ড. সালেহ উদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং পরিকল্পনামূলক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।