ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব: অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থায় নতুন দিক

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০২:৫২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০২:৫২:২৯ অপরাহ্ন
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব: অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থায় নতুন দিক ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ আগস্ট: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে, যার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শুক্রবার (৯ আগস্ট) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে এম সাখাওয়াত হোসেনের নিযুক্তি দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তার দীর্ঘ সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা এই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় বিশেষ ভূমিকা রাখবে।

 

১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করা এম সাখাওয়াত হোসেন ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং স্বাধীনতার পর বন্দিশিবির থেকে ফিরে এসে ১৯৭৩ সালে দেশে পুনরায় যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে অপারেশন ডিরেক্টরেট এবং ইনফেনট্রি ব্রিগেডের অধিনায়কত্ব উল্লেখযোগ্য।

 

এম সাখাওয়াত হোসেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন করেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ইউএসএ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এডিসি ইসলামাবাদ ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি লাভ উল্লেখযোগ্য। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে দেশের প্রশাসনিক ব্যবস্থায় একজন দক্ষ ও বিশ্বস্ত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার মাধ্যমে এম সাখাওয়াত হোসেন দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ