ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

তৌহিদ হোসেন পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব: অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০২:৪৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০২:৪৯:৩৮ অপরাহ্ন
তৌহিদ হোসেন পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব: অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ আগস্ট: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। প্রাক্তন ফরেন সার্ভিস কর্মকর্তা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ১৭ সদস্যের মধ্যে অন্যতম হলেন তৌহিদ হোসেন। তার দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ ফরেন সার্ভিসে উল্লেখযোগ্য ভূমিকা ছিল, যা তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা তৌহিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন এবং দেশ ও বিদেশে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 

তৌহিদ হোসেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারে তার অভিজ্ঞতা ও দক্ষতা কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে, যা দেশের আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ