ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আক্রমণ করলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেব: খামেনি

আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৫:৪৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ১০:৪৮:৪৯ অপরাহ্ন
আক্রমণ করলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেব: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইরান ও তার ইতিহাসকে জানে, তারা কখনো এ জাতির সঙ্গে হুমকির ভাষায় কথা বলবে না। যদি তারা ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ‘অপূরণীয় পরিণতি’ হবে। আক্রমণ করলে কঠোর জবাব দেব।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বুধবার (১৮ জুন) এই হুঁশিয়ারি দেন তিনি।

আলি খামেনি বলেন, ইরানি জাতি কারও সামনে আত্মসমর্পণ করবে না। এ জাতি কখনোই কোনো চাপিয়ে দেওয়া যুদ্ধ মেনে নেবে না। মেনে নেবে না চাপিয়ে দেওয়া শান্তিও।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে এর ফলাফল হবে অপূরণীয়।

এর আগে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলকে সহায়তা করারও। এ পরিস্থিতিতে ভাষণ দেন আয়াতুল্লাহ খামেনি। তিনি দৃঢ়কণ্ঠে ইরানি জাতির চেতনা, ইরানিদের লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। পৃথিবীর যেকোনো শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ