ঢাকা, ১০ আগস্ট: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং প্রধান উপদেষ্টাসহ ১৪ জন শপথ গ্রহণ করেন। তবে ড. ইউনূসের অধীনে থাকছে বেশিরভাগ মন্ত্রণালয়ের দায়িত্ব, যা এই অন্তর্বর্তী সরকারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দেখা হচ্ছে।
প্রজ্ঞাপনে উল্লেখিত মন্ত্রণালয়গুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ-পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ড. ইউনূসের একক নেতৃত্বে এই ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে দেশের প্রশাসনিক কার্যক্রমে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।