ঢাকা, ১০ আগস্ট: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ গ্রহণ করেন। শুক্রবার সকালে এই মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, যার মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং সশস্ত্র বাহিনী বিভাগ। এছাড়া তিনি শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
অন্যদিকে, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ড. আসিফ নজরুল, আর শিল্প মন্ত্রণালয় সামলাবেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান।
এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মিজু নুরজাহান বেগম।
নতুন মন্ত্রিসভার এই গঠনের মাধ্যমে একটি দক্ষ ও পেশাদার সরকার পরিচালনার আশা করা হচ্ছে, যা দেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।