ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শপথ নিয়ে ড. ইউনূস

সব অপরাধের বিচার হবে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১১:১২:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১১:১২:০১ অপরাহ্ন
সব অপরাধের বিচার হবে ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করাই আমাদের প্রথম কাজ।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

 

এর আগে আজ রাত ৯টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের জনগণ আজ একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমাদের প্রধান লক্ষ্য হবে সুশাসন প্রতিষ্ঠা করা এবং দেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া।”

 

তিনি আরও বলেন, “আমাদের সব সিদ্ধান্ত জনগণের কল্যাণে নেওয়া হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকলের সমান সুযোগ থাকবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দুর্নীতি, অন্যায় এবং বৈষম্য দূর করবো।”

 

ড. ইউনূস দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করুন। আমরা একসাথে মিলে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।”

 

নতুন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের অবদানের কথা। তিনি বলেন, “আমি শিক্ষার্থীদের সাহস এবং দৃঢ়তার প্রশংসা করছি। তাদের ত্যাগ এবং সংগ্রাম আমাদেরকে এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।”

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। ড. ইউনূস তাদেরকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করবো।”

 

ড. ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করবে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ