ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিচিতি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১১:০৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১১:০৫:৪০ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিচিতি ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৬ জন উপদেষ্টা নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় শপথগ্রহণ করেন তারা।

 

চলুন জেনে নেওয়া যাক ১৬ জন উপদেষ্টার পরিচিতি:

১. সালেহ উদ্দিন আহমেদ: ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর ছিলেন। তিনি ২০০৫ সালের ১ মে থেকে ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।

২. ড. আসিফ নজরুল: ড. আসিফ নজরুল একজন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

৩. আদিলুর রহমান খান: আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং একজন আইনজীবী।

৪. এ এফ হাসান আরিফ: এ এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

৫. তৌহিদ হোসেন: মো. তৌহিদ হোসেন একজন সাবেক পররাষ্ট্র সচিব এবং দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ছিলেন।

৬. সৈয়দা রেজওয়ানা হাসান: সৈয়দা রেজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ‘পরিবেশ পুরস্কার’ ও ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’ প্রাপ্ত।

৭. মো. নাহিদ ইসলাম: নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন: এম সাখাওয়াত হোসেন একজন সাবেক নির্বাচন কমিশনার (২০০৭-২০১২) এবং বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত)।

১০. সুপ্রদীপ চাকমা: সুপ্রদীপ চাকমা একজন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

১১. ফরিদা আখতার: ফরিদা আখতার একজন লেখক, গবেষক ও আন্দোলনকর্মী। তিনি বেসরকারি সংস্থা উবিনীগের নির্বাহী পরিচালক।

১২. বিধান রঞ্জন রায়: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ছিলেন।

১৩. আ.ফ.ম খালিদ হাসান: আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হাসান বাংলাদেশের একজন সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত এবং বিভিন্ন ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

১৪. নুরজাহান বেগম: নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

১৫. শারমিন মুরশিদ: শারমিন মুরশিদ ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা।

১৬. ফারুক-ই-আজম: ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা এবং ‘অপারেশন জ্যাকপট’-এর অন্যতম নেতা ছিলেন।

 

এই ১৬ জন উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের দায়িত্ব পালন করবেন এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবেন।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ