ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১০:৫৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১০:৫৫:১৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৬ জন শপথ নিয়েছেন।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান।

এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অন্যান্য উপদেষ্টারা হলেন:

  1. সালেহ উদ্দিন আহমেদ
  2. ড. আসিফ নজরুল
  3. আদিলুর রহমান খান
  4. হাসান আরিফ
  5. তৌহিদ হোসেন
  6. সৈয়দা রেজওয়ানা হাসান
  7. মো. নাহিদ ইসলাম
  8. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  9. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
  10. সুপ্রদিপ চাকমা
  11. ফরিদা আখতার
  12. বিধান রঞ্জন রায়
  13. আ.ফ.ম খালিদ হাসান
  14. নুরজাহান বেগম
  15. শারমিন মুরশিদ
  16. ফারুকী আযম

 

শপথ গ্রহণের পর ড. ইউনূস এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "এই অন্তর্বর্তী সরকার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করবে। আমাদের সকলের সহযোগিতায় আমরা দেশের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।"


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ