ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ড. ইউনূসের বক্তব্যে নাহিদের মুগ্ধতা প্রকাশ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০৭:৪৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০৭:৪৫:১৯ অপরাহ্ন
ড. ইউনূসের বক্তব্যে নাহিদের মুগ্ধতা প্রকাশ

আজ ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তাকে শুভেচ্ছা জানান তিন বাহিনীর প্রধান। এরপর ড. ইউনূস একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ড. ইউনূসের এই বক্তব্যের পর নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ড. মুহাম্মদ ইউনূসের ছবি এবং তার বক্তব্যের অংশ সহ একটি পোস্টার পোস্ট করেছেন নাহিদ ইসলাম।

 

পোস্টের ক্যাপশনে নাহিদ লিখেছেন, "ড. ইউনূসের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। তিনি বলেছেন, ‘আমাকে প্রয়োজন মনে না করলে বলুন, আমি চলে যাবো, কিন্তু যেহেতু আমাকে ডেকেছেন তাহলে আমার কথা শুনতে হবে।’"

 

সংবাদ সম্মেলনের শুরুতেই ড. ইউনূস বলেন, "বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল। সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে। এদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে। এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেটা যেন অন্ত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটিই আমাদের শপথ।"

 

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করে ড. ইউনূস বলেন, "আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের।" কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "যে আবু সাইদের ছবি বাংলাদেশের মানুষের মনে গেথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটি সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তাঁরপর থেকে কোনো যুবক আর হার মানেনি; সামনে এগিয়ে গেছে। এবং বলেছে, যত গুলি মারো মারতে পারো আমরা আছি। যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল।"

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ