নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই মন্ত্রিসভার প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা পদে থাকছেন:
এ ছাড়া উপদেষ্টা পদে শপথ নিচ্ছেন:
নতুন মন্ত্রিসভার এই গঠন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন মহল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।