জামালপুর জেলার কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহুর্মুহু গুলির শব্দে জেলা প্রশাসক কার্যালয়সহ পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে গুলি চলেছে, যা সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য জামালপুর জেল সুপার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। অতিরিক্ত চলতি দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জামালপুর জেলার পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।"
কারাগারে কেন গোলাগুলির ঘটনা ঘটল এবং এর পেছনে কি কারণ ছিল তা এখনো জানা যায়নি। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।