ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আবু সাইদকে স্মরণ করে কাঁদলেন ড. ইউনূস

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০৩:৪৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০৩:৪৮:১৭ অপরাহ্ন
আবু সাইদকে স্মরণ করে কাঁদলেন ড. ইউনূস আবু সাইদের কথা স্মরণ করে কাঁদলেন ড. ইউনূস

আজ ঢাকায় পৌঁছে আবেগঘন সংবাদ সম্মেলনে কাঁদলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করতে গিয়ে আবু সাইদের কথা উল্লেখ করে তাঁর চোখে পানি আসলো।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ড. ইউনূসকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান। পরে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

 

সমন্বয়কদের পাশে রেখে ড. ইউনূস বলেন, "বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল। এই বিজয়কে সামনে রেখে আমাদের আরও মজবুতভাবে এগিয়ে যেতে হবে। যারা এই পরিবর্তন সম্ভব করেছে সেই তরুণ সমাজের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।"

 

কোটা আন্দোলনে নিহত আবু সাইদকে স্মরণ করে ড. ইউনূস বলেন, "আজকে আবু সাইদের কথা মনে পড়ছে। তাঁর ছবি আমাদের সকলের মনে গেথে আছে। কী অবিশ্বাস্য সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে ছিল। তাঁর সাহস এবং আত্মত্যাগই আমাদের সকলকে প্রেরণা জুগিয়েছে।"

 

তিনি আরও বলেন, "আবু সাইদের মতো সাহসী যুবকদের কারণেই সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল।"

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য গতকাল বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস। তিনি আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর পর একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন।

 

ড. ইউনূস বলেন, "আমাদের প্রিয় এই দেশকে নতুন করে পুনর্জন্ম দেওয়া হলো। এই নতুন বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটিই আমাদের শপথ।" ড. ইউনূসের এই আবেগঘন বক্তব্যে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে এবং তাঁর নেতৃত্বে নতুন বাংলাদেশের জন্য অঙ্গীকার করেন।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ