ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

হোয়াটসঅ্যাপের ভিডিও কল হবে এখন আরও মজার

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১২:৫৯:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১২:৫৯:৩০ অপরাহ্ন
হোয়াটসঅ্যাপের ভিডিও কল হবে এখন আরও মজার
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত চ্যাট তো আছেই অফিসের তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে।

হোয়াটসঅ্যাপে নিরবিচ্ছিন্ন ভিডিও কলের অভিজ্ঞতা পাওয়া যায়। এবার আরও মজার হবে হোয়াটসঅ্যাপের ভিডিও কল। ব্যবহারকারীরা এখন অগমেন্টেড রিয়েলিটি (এআর) কল এফেক্ট এবং ফিল্টার উপভোগ করতে পারবেন, যা তাদের ভিডিও কলে একটি মজার এবং ইন্টারেক্টিভ উপাদান নিয়ে আসবে।

এই এআর প্রভাবগুলোর সাহায্যে ব্যবহারকারীরা তাদের কলগুলোকে গতিশীল ফেসিয়াল ফিল্টারগুলোর সঙ্গে পার্সোনালাইজ করতে পারেন। যেমন মসৃণ ত্বকের জন্য একটি টাচ-আপ টুল এবং ম্লান পরিবেশে আরও ভালো দৃশ্যমানতার জন্য একটি কম-আলো মোড ইত্যাদির ব্যবহার।

ওয়েবিটাইনফোর রিপোর্টে জানা যায়, হোয়াটসঅ্যাপের লক্ষ্য হলো ব্যবহারকারীদের গতিশীল ফেসিয়াল ফিল্টার এবং কল এফেক্টের সঙ্গে পার্সোনালাইজড করার অনুমতি দিয়ে ভিডিও কলের সামগ্রিক ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে উন্নত করা।

মেটা-মালিকানাধীন অ্যাপটি একটি ব্যাকগ্রাউন্ড এডিটিং টুল চালু করেছে। যা গ্রুপ কনফারেন্সের জন্য উপযুক্ত, যেখানে ব্যবহারকারীরা তাদের পারিপার্শ্বিকতা কাস্টমাইজ করতে বা বিভ্রান্তিগুলোকে অস্পষ্ট করতে চাইতে পারেন।

এই টুলটি শুধু মজার জন্য ব্যবহার করা যেতে পারে। যেহেতু ব্যবহারকারীরা উপলব্ধ ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থেকে একটি বেছে নিতে পারেন, তাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে বিভিন্ন দৃশ্য বা ছবিতে পরিবর্তন করা যাবে।

অ্যান্ড্রয়েড সর্বশেষ ভার্সন ২.২৪.১৬.৭ হোয়াটসঅ্যাপ আপডেট করেছে। যা গুগল প্লে স্টোরে উপলব্ধ। তবে সবাই এখন এই ফিচার পাবেন না। শিগগির সব ব্যবহারকারীরা পাবেন এই ফিচার।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ