ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১১:০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১১:০৫:৩৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বুধবার (৭ আগস্ট) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তাঁর দৈনিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে উন্নয়নের ওপর নজর রাখছেন এবং অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়ে অবগত আছেন।

 

মিলার বলেন, “আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও উল্লেখ করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।”

 

স্টেট ডিপার্টমেন্টের আরেক মুখপাত্র পিটিআইকে বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তের গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

 

এনডিটিভি জানিয়েছে, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন। তিনি সবাইকে শান্ত থাকার এবং “আমাদের নতুন বিজয়ের” সর্বোত্তম ব্যবহার করতে “সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার” আহ্বান জানিয়েছেন।

 

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ