ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রাজধানীতে ডাকাতির আতঙ্ক, রাস্তায় পাহারায় শিক্ষার্থীরা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১০:৪৫:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১০:৪৫:২৮ পূর্বাহ্ন
রাজধানীতে ডাকাতির আতঙ্ক, রাস্তায় পাহারায় শিক্ষার্থীরা প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যরাতে একাধিক আবাসিক এলাকার মসজিদ থেকে সতর্কতা জানিয়ে মাইকিং করা হয়। আতঙ্কিত মানুষ প্রতিরোধে রাস্তায় নেমে আসেন। এসব এলাকায় দুই দিন ধরে সন্ধ্যার পর ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চন্দ্রিমা উদ্যান দুটি পাশাপাশি আবাসিক এলাকা। মঙ্গলবার রাতভর ডাকাতির আতঙ্কে তারা জেগে ছিলেন। তবে কোনো বাসায় ডাকাতি হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ও নবোদয় হাউজিংসহ বিভিন্ন আবাসিক এলাকায় ছিল ছিনতাই ও ডাকাতির আতঙ্ক। মঙ্গলবার রাতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মোহাম্মদপুরে টহল দেয়।

 

বুধবার সকালে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে স্থানীয় লোকজন জানান, একদল যুবক চাপাতি ও রামদা নিয়ে সন্ধ্যার পর এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। মসজিদের পাশের রেস্তোরাঁয় হামলা হয়েছে এবং মানুষের কাছ থেকে টাকাপয়সা ও মুঠোফোন ছিনতাই করা হয়েছে। তাঁরা একটি প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

 

ঢাকা উদ্যান সরকারি কলেজে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীর তালিকা তৈরি করছেন। স্থানীয় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসেন মাহমুদ জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এলাকাবাসী পাহারা দিচ্ছেন। ফোনে অভিযোগের ভিত্তিতে জরুরি সাড়া দেওয়ার জন্য একটি দলও প্রস্তুত রয়েছে।

 

শ্যামলী হাউজিং প্রকল্প-২ এলাকায় ডাকাতির খবর পেয়ে সেখানে গেলে স্থানীয় লোকজন জানান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজি জামালের বাড়িতে ডাকাতি হয়েছে এবং তাঁর খামারের ১২০টি গরু নিয়ে গেছে ডাকাতেরা।

 

বাসিন্দারা বলছেন, দ্রুত থানাগুলোকে সক্রিয় করা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। যাত্রাবাড়ী, ডেমরা, বাড্ডা, রামপুরা ও ভাটারা এলাকাতেও ডাকাতির খবর ছড়িয়ে পড়েছে।

 

মোহাম্মদপুরের হ‌ুমায়ূন রোড এলাকায় ডাকাতির আতঙ্ক ছড়ায় রাত চারটার দিকে। এলাকার নিরাপত্তা প্রহরীরা বাঁশি বাজিয়ে চিৎকার করে ডাকাতির সতর্কতা দেন, ফলে মানুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ওই এলাকায় কোনো বাসায় ডাকাতির ঘটনা ঘটেনি।

 

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের বনানী ১১ নম্বর রোডের ৭৬ নম্বর বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। পরে তাঁর শ্বশুরবাড়িতেও ইটপাটকেল ছোড়া হয়।

 

মোহাম্মদপুরের বছিলায় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়া হলে ফেসবুকে অনেকে সেই ভিডিও পোস্ট করেন।

 

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আতঙ্ক না ছড়িয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ