ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ১০:৫১:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ১০:৫১:২৬ অপরাহ্ন
‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা অবশেষে মুক্তি পেয়েছেন।

 

বুধবার ইউপিডিএফ এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনের মুখপাত্র অংগ্য মারমা জানান, রাষ্ট্রীয় গুমের শিকার হয়ে পাঁচ বছর তিন মাস অবরুদ্ধ থাকার পর গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামের একটি নির্জন স্থানে মাইকেল চাকমাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাকে নিরাপত্তার স্বার্থে বিশেষ স্থানে রাখা হয়েছে।

 

মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একজন সংগঠক এবং শ্রমজীবী ফ্রন্টের (ইউডব্লিউডিএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

 

তিনি নিখোঁজ হন ২০১৯ সালের ৯ এপ্রিল। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের সব জাতিসত্তার জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।

 

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “মাইকেল চাকমা 'আয়নাঘর' থেকে মুক্তি পেয়েছেন। আমাদের সংগঠনের সকল কর্মী ও সমর্থকরা এ খবরে উজ্জীবিত। তবে, তার নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

 

এই মুক্তির ঘটনায় মাইকেল চাকমার পরিবার এবং সমর্থকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং তার নিরাপদ জীবন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।






 






 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ