ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বাসভবন প্রস্তুত করা হচ্ছে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ১০:৪৫:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ১০:৪৫:২৪ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বাসভবন প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশ সরকারের লোগো।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টায় সেনাসদরে এক ব্রিফিংয়ে ঘোষণা করেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

 

এ সময় তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রবিউল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাগণের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাসভবন প্রস্তুত রাখতে হবে। এতে করে তাঁদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে।

 

সরকারের একটি সূত্র জানায়, এই বাসভবনগুলো অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে, যাতে উপদেষ্টাগণ নিরবচ্ছিন্নভাবে তাঁদের দায়িত্ব পালন করতে পারেন।

 

সেনাপ্রধান আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। ড. ইউনূসের জন্যও বিশেষ বাসভবন প্রস্তুত করা হয়েছে। তিনি দেশে ফিরলে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া হবে।

 

এ সময় দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নতুন সরকারের কার্যক্রমে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সে জন্য সকল স্তরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

উল্লেখ্য, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে কাজ করবে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ