ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

দেশ থেকে পালানোর চেষ্টা রোধে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ১০:৩০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ১০:৩০:২৯ অপরাহ্ন
দেশ থেকে পালানোর চেষ্টা রোধে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়–পরবর্তী পরিস্থিতিতে দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এ অবস্থায় সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির তৎপরতা বাড়ানোর পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে একজন, যশোরের বেনাপোল থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনায় দুজনকে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে পালানোর প্রচেষ্টা রোধে ০১৭৬৯-৬০০৬৮২ ও ০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে বিজিবি।

 

এই উদ্যোগের মাধ্যমে বিজিবি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। দেশবাসীর সহযোগিতায় এই প্রচেষ্টা আরও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ