রাজধানীর উত্তরায় বুধবার বিকেলে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র-জনতা। হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে বিকেল সাড়ে ৩টার দিকে গাড়িটি আটকানো হয়।
এক প্রত্যক্ষদর্শী ছাত্র, যোবায়ের, জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে সেটি খুলে টাকা দেখে তারা গাড়িটিকে আটক করেন।
সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্ররা। বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছেন ছাত্ররা।
উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। আটক ব্যক্তি দাবি করেছেন যে, টাকাগুলো তার অফিসের কর্মচারীদের বেতনের টাকা। বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে বলে তিনি জানান।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতা এবং নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করছে। প্রকৃত ঘটনা ও টাকার উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।