ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ড. ইউনূসের বাংলাদেশে ফেরা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ১০:২০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ১০:২০:৩৬ অপরাহ্ন
ড. ইউনূসের বাংলাদেশে ফেরা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ ড. ইউনূসকে চার্লস দ্য গল বিমানবন্দরে কড়া নিরাপত্তা দিচ্ছেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা।ছবি : সংগৃহীত

বিশ্ববিখ্যাত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে বাংলাদেশে ফিরছেন। ফ্রান্স থেকে তার এই যাত্রা অত্যন্ত কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছে। ফ্রান্সের বিশেষ বাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করেছে।

 

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ড. ইউনূসের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, রাতে ৮টায় তার শপথ অনুষ্ঠান হতে পারে।

 

দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় ড. ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদের সাহসিকতা ও দেশের আপামর জনসাধারণের সমর্থনের প্রশংসা করেছেন। তিনি বলেন, "আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত।"

 

ড. ইউনূস আরও বলেন, "অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।"

 

তিনি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানান এবং সব ধরনের সহিংসতা ও সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। ড. ইউনূস বলেন, "আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি এবং নিজে শান্ত থেকে আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করতে বলছি।"


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ