ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রাবি উপাচার্যের কক্ষে তালা, ক্যাম্পাসে অনুপস্থিত প্রশাসনের শিক্ষকরা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৪:৩১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৪:৩১:৫৭ অপরাহ্ন
রাবি উপাচার্যের কক্ষে তালা, ক্যাম্পাসে অনুপস্থিত প্রশাসনের শিক্ষকরা রাবি উপাচার্যের কক্ষে তালা। ছবি: ইত্তেফাক

রাষ্ট্রপতির নির্বাহী আদেশ অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানানো হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ সকল দাপ্তরিক কার্যক্রম স্থবির রয়েছে। ক্যাম্পাসে দেখা যায়নি প্রশাসনের কোনো শিক্ষক বা কর্মকর্তাকে।

 

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের কক্ষে তালা ঝুলছে। এছাড়াও একাডেমিক ভবনগুলোতেও তালা লাগানো অবস্থায় পাওয়া যায়।

 

সরেজমিনে দেখা যায়, বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা কোনো শিক্ষক বা কর্মকর্তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়নি। প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আবাসিক হলগুলো সবই তালাবদ্ধ। চায়ের স্টলে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তা ও কর্মচারীদের জমায়েত চোখে পড়ার মতো। বিএনপিপন্থী শিক্ষকদের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আড্ডা দিতে দেখা গেছে।

 

কর্মকর্তা ও কর্মচারীরা জানান, তারা সময়মতো তাদের দপ্তরে উপস্থিত হয়েছেন, কিন্তু মূল দায়িত্বে থাকা শিক্ষকরা আসেননি। সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামীপন্থী শিক্ষকরাই অফিসে আসছেন না বলে অভিযোগ করেছেন তারা। ফলে তারা ক্যাম্পাসে আড্ডা জমিয়েছেন।

 

এদিকে, ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল ছবি সরিয়ে ফেলেছেন।

 

উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে এক বার্তায় জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।






 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ