ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃতদের মুক্তি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৪:২৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৪:২৭:০৩ অপরাহ্ন
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃতদের মুক্তি ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট সহিংসতার ঘটনায় গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে রাষ্ট্রপতির এক নির্দেশনায় এ মুক্তি প্রদান করা হয়।

 

গতকাল সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঘোষণা দেন যে, অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এদিকে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মুক্তি পেয়েছেন। রাষ্ট্রপতির নির্দেশনায় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটক সকল ব্যক্তির মুক্তি নিশ্চিত করা হয়েছে।

 

এ পদক্ষেপের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন মহল রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার প্রতীক্ষায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ