ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ফ্যাসিবাদের দোসর–সমর্থকদের স্থান নেই অন্তর্বর্তীকালীন সরকারে: নাহিদ ইসলাম

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ১০:১২:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ১০:১৩:০৬ অপরাহ্ন
ফ্যাসিবাদের দোসর–সমর্থকদের স্থান নেই অন্তর্বর্তীকালীন সরকারে: নাহিদ ইসলাম চ্যানেল টোয়েন্টিফোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন সমন্বয়ক। গণ–আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম এখানে কথা বলেছেন তাঁরা।ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের দোসর বা সমর্থকদের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান দেওয়া হবে না। ছাত্র–জনতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে।

 

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন সমন্বয়ক এ কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, "এই অভ্যুত্থান ছাত্র–জনতার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা এমন একটি ব্যবস্থা গঠন করতে চাই যেখানে ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি হবে না।"

 

আসিফ মাহমুদ, আরেক সমন্বয়ক, জানান, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় রাত আটটায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। তিনি বলেন, "আমরা গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানাবো। আমাদের লক্ষ্য হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।"

 

আন্দোলনের দাবি সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত ১৬ বছরে যত রাজনৈতিক নেতা–কর্মীকে কারান্তরিণ করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।"

 

সারজিস আলম, আরেক সমন্বয়ক, বলেন, "আমাদের আন্দোলন সফল হয়েছে সাধারণ মানুষের অংশগ্রহণের কারণে। আমরা হয়তো শুরু করেছিলাম, কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি না হলে এটা সম্ভব হতো না।"

 

নাহিদ ইসলাম সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে আহ্বান জানান। তিনি বলেন, "রাষ্ট্রীয় সম্পদ জনগণের, তা রক্ষা করতে হবে। কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।"

 

গণ–আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো টেলিভিশনে কথা বলেন নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন সমন্বয়ক।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ