ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আন্দোলনকারীদের সংখ্যালঘু ও মন্দির রক্ষার আহ্বান: আসিফ নজরুল

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০৯:৫৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০৯:৫৬:২১ অপরাহ্ন
আন্দোলনকারীদের সংখ্যালঘু ও মন্দির রক্ষার আহ্বান: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আছেন। এই আন্দোলনে তিনি সড়কে যেমন সরব, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অবস্থান দৃঢ়।

 

সোমবার (০৫ আগস্ট) ড. আসিফ নজরুল নিজের ফেসবুক পোস্টে আন্দোলনকারীদের উদ্দেশে বিশেষ বার্তা দেন। তিনি বলেন, "চলমান আন্দোলন বা রাজনৈতিক বিভিন্ন অঘটনকে কেন্দ্র করে প্রায়ই সংখ্যালঘুদের আক্রান্ত করে ফায়দা লোটার চেষ্টা করা হয়। তাই বর্তমান পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিশেষ সতর্ক থাকতে হবে।"

 

তিনি আরও লিখেছেন, "কোনো হিন্দু এলাকা বা মন্দির যেন আক্রান্ত না হয়। নিজেদের বুক দিয়ে তাদের রক্ষা করুন। কোনো ফাঁদে পা দেবেন না।" ড. আসিফ নজরুলের এই আহ্বান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সংখ্যালঘুদের প্রতি সংহতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গণ্য করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ