ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

খালেদা জিয়ার শান্তির আহ্বান: সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০৯:৩৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০৯:৩৭:২৮ অপরাহ্ন
খালেদা জিয়ার শান্তির আহ্বান: সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

সোহেল শাহরিয়ার, ঢাকাঃ বিরাজমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।

এর আগে, সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দুই-এক দিনের মধ্যে তাঁর বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

সোমবার বিকেলে সেনাপ্রধানের সঙ্গে বিএনপির নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন। বৈঠকের পর সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাও জানান।

 

খালেদা জিয়া তাঁর বার্তায় বলেন, "বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সংযমী থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা যেন না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা দেশের স্বার্থে কাজ করে যাবো এবং জনগণের পাশে থাকবো।" তিনি আরও বলেন, "অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে এই লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে।"


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ