ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি: সাকিব

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৪৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৪৯:০৫ অপরাহ্ন
যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি: সাকিব
পিএসএলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। গেল বুধবার জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। বাংলাদেশের অলরাউন্ডার এমন প্রস্তাব লুফে নিতে দেরি করেননি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পিএসএলের বাকি অংশে খেলবেন সাকিব।

মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে গতকাল পাকিস্তানে পৌঁছেছেন সাকিব। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে করেছেন অনুশীলনও। আজ রোববার নিজের প্রথম ম্যাচে মাঠে নামার কথা রয়েছে সাকিবের।

তার আগে লাহোর প্রকাশিত ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি। ক্রিকেট খেলতে আসার জন্য পাকিস্তান আমার কাছে একটি ভালো জায়গা। এখানে আবার আসতে পেরে খুবই ভালো লাগছে।’

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর ও পেশোয়ার। পরে লাহোরের অনুশীলন সেশন শেষ করে সাকিব আরো বলেন, ‘আমি কয়েক ওভার বল করতে চেয়েছি ছন্দে ফেরার জন্য। এবং আমি যেটা পেতে চাচ্ছিলাম, সেটা পেয়েছি। অনেক দিন পরে ম্যাচ খেলছি, তবে আমি পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ব্যাট, বল আর ফিল্ডিংয়ে প্রস্তুতি নিয়েছি। মনে হচ্ছে আমি প্রস্তুত।’ 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ