ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশ সতর্ক অবস্থানে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:৩৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:৩৮:৫০ অপরাহ্ন
উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশ সতর্ক অবস্থানে ছবি: সংগৃহীত

আজ রোববার রাজধানীর উত্তরা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বেলা ১১টার দিকে উত্তরা-১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার এলাকা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী আজিমপুর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে অবস্থান নেন।

 

রাজলক্ষী, আজমপুর রেলগেটের গলির মোড়সহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে এসে জড়ো হচ্ছেন।

 

উত্তরা পূর্ব থানার সামনে ৫০ থেকে ৬০ জন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। জমজম টাওয়ারের সামনে প্রায় আড়াইশ পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

সাড়ে ১১টার দিকে একই এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। শিক্ষার্থীরা সেখান দিয়ে মূল সড়কে আসতে থাকলে নেতাকর্মীরা সরে যান।

অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশের আয়োজনের কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। এছাড়া রাজধানীতে সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, টেকনিক্যাল, মিরপুর ১০, রামপুরা, তেজগাঁও, ফার্মগেট, পান্থপথ, যাত্রাবাড়ী ও উত্তরায় বিক্ষোভ ও গণসমাবেশের পরিকল্পনা রয়েছে।

 

কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ