ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ
আপলোড সময় :
১৮-০৫-২০২৫ ০১:৩৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৫ ০১:৩৬:২৩ অপরাহ্ন
যান্ত্রিক জটিলতায় মহাকাশ যাত্রা ব্যর্থ হল ভারতের। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তত্ত্বাবধানে ইওএস-০৯ নামের একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশের পথে রওনা করায় পিএসএলভি-সি৬১ নামের রকেট। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে গোলযোগ দেখা দিলে নতুন অভিযান বাতিল করেন ভারতীয় কর্মকর্তারা। পরে রকেটটিকে মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়।
ইসরো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্ম অফিশিয়াল বিবৃতিতে জানায়, আজ (রোববার) মহাকাশে যেতে ১০১তম মিশন শুরু করা হয়। পিএসএলভি-সি৬১ রকেট দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ গোলযোগের কারণে অভিযান সফলভাবে শেষ করা সম্ভব হয়নি। খবর এনডিটিভির।
এনডিটিভি জানায়, ভারতীয় সময় রোববার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান। সফলভাবে উৎক্ষেপণের পর তৃতীয় ধাপে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তা বাতিল করে দেওয়া হয়।
সংস্থার প্রধান ভি নারায়ণান অভিযানের ব্যর্থতা স্বীকার করেছেন। ইসরো এই অভিযানের উৎক্ষেপণের সময় থেকে সমগ্র অভিযানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল।
কী কারণে এই গোলযোগ ঘটল তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। ইতোমধ্যে একটি ব্যর্থতা বিশ্লেষণ কমিটিও গঠন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স