মশা কেন শুধু আপনাকেই কামড়ায়?
আপলোড সময় :
১৮-০৫-২০২৫ ১০:৫১:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৫ ১০:৫১:১৪ পূর্বাহ্ন
কখনো কি এমন হয়েছে, আপনি অনেকের সঙ্গে বসে আছেন, অথচ মশা শুধু আপনাকেই কামড়াচ্ছে? নিশ্চয়ই অনেকে এই তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছেন। এটা কি নিতান্তই কাকতাল, নাকি বিশেষ কোনো কারণ আছে? গবেষকরা বলছেন, এর পেছনে আছে বিশেষ কারণ।
জানা যায়, পৃথিবীর প্রায় ২০ শতাংশ মানুষ মশার অত্যধিক ভালোবাসার শিকার। এই ভালোবাসার সমস্যাটা আসলে রক্তের গ্রুপ, শারীরিক অবস্থা এমনকি গায়ে বসবাস করা ব্যাকটেরিয়ার জন্য।
আপনার রক্ত মজাদার লেগে গেলেই মশাদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়ে যাবেন। কিছু কিছু গ্রুপের রক্ত মশারা একটু বেশিই পছন্দ করে, বিশেষ করে এবি আর ও গ্রুপের রক্ত মশাদের কাছে বেশি প্রিয়। এই গ্রুপ দেখে ভাবছেন, মশার হাত থেকে বেঁচে গেছেন? লাভ নেই। অনেক সময় আপনার খাবার হতে পারে মশায় ধরার কারণ। মিষ্টি, ঝাল ও পটাশিয়ামসমৃদ্ধ খাবার মশার বেশি পছন্দ। একদল গবেষক কলাকে মশার আকর্ষণীয় খাবার হিসেবে চিহ্নিত করেছেন।
বেশি শ্বাস নিলেও পড়বেন বিপদে। কেননা কার্বন ডাই–অক্সাইডের প্রতিও মশাদের একটা ভালো লাগা আছে। এছাড়া আপনি যদি একটু ভালো স্বাস্থ্যের অধিকারী হন, তবে আপনার রোগা বন্ধুর তুলনায় মশা আপনাকে বেশি পছন্দ করবে। শুধু তাই নয় কালো আর সবুজ রঙের পোশাকেও আছে বিপদ। গবেষণা বলছে, হালকা বা সাদা রঙের তুলনায় কালো আর সবুজ রঙের পোশাক পরা লোকজনকে মশা বেশি কামড়ায়।
শরীরের তাপমাত্রা যদি বেশি হয়, তবে মশা আপনার শরীরে অন্যদের তুলনায় বেশি বসবে। কাজেই দৌড়ানোর সময় বা ব্যায়াম করার পর শরীর যেমন উষ্ণ থাকে তেমনি আপনার ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড মশাকে অনেক বেশি আকর্ষণ করে। কাজেই এ সময় খুব সাবধান, কেননা তখনই আপনি হয়ে উঠতে পারেন মশার প্রিয়তম।
দক্ষিণ আফ্রিকায় ২০০০ সালের দিকে করা এক গবেষণায় দেখা যায়, সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ানোর হার দ্বিগুণ!
মশা অনেক বিপজ্জনক রোগজীবাণু বহন করে। তাই এ থেকে বাঁচতে সাবধান থাকা উচিত। পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং মশা তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স