‘আ.লীগের জুলুম না করা কর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন’
আপলোড সময় :
১৭-০৫-২০২৫ ০৪:২০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৫-২০২৫ ০৪:২০:৪৮ অপরাহ্ন
আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি বা জুলুম করেননি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না বলেও জানান তিনি।
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।
তিনি বলেন, ‘সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যারা, তাদের এ সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের চিহ্নিত দোসর যারা ছিলেন, তারা সদস্য হতে পারবেন না।’
এ দিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব শহীদুল ইসলাম এ্যানি জানান, আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চান, তারা বিএনপির সঙ্গে পারবেন না। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল। কোনো ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না।
পরে প্রথম নবায়ন কার্যক্রম হিসেবে আমীর খসরুর সদস্য নবায়ন করা হয়। মাসব্যাপী চলবে এ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স