ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষ, নিহত ৩

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৩:০৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৩:০৬:২৮ অপরাহ্ন
খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষ, নিহত ৩
খুলনার ডুমুরিয়া উপজেলায় মাহিন্দ্রা ও লরির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ রানা বলেন, সকালে একটি তেলবাহী লরি খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। এ সময় চুকনগর থেকে খুলনাগামী একটি মাহিন্দ্রর (থ্রি হুইলার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রের সাতজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের পরিচয় জানতে কাজ চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ