ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মারিয়া মিম

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪২:৪৬ অপরাহ্ন
সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মারিয়া মিম
বাংলাদেশের শোবিজ তারকাদের সেলেব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও তিন নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এই লিগ্যাল নোটিশ দেন। এদের মধ্যে রয়েছেন, জনপ্রিয় মডেল মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

সেই আইনজীবীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে মডেল মারিয়া বলেন, জাকির হোসেন ভাইরাল হওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে মারিয়া  বলেন, ‘প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?’

মারিয়া বলেন, ‘আমাদের কোনও দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি। সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।’

মিম আরও বলেন, ‘অবশ্যই আমি মানহানির মামলা করব। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ