ইশরাক সমর্থকদের লংমার্চে পুলিশের বাধা
আপলোড সময় :
১৭-০৫-২০২৫ ০২:০৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৫-২০২৫ ০২:০৬:৫৪ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের ব্যারিকেড থাকায় সচিবালয়ের দিকে যেতে পারেননি ইশরাক সমর্থকরা।
শনিবার (১৭ মে) সাড়ে ১১টার দিকে ডিএসসি ভবনের সামনে থেকে লংমার্চ শুরু হয়। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ এতে বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি নগর ভবনের সামনে ফিরে আসে।
বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—এমন স্লোগান দেন।
এর আগে, শনিবার সকাল সকালই রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের সামনে জড়ো হন ইশরাক সমর্থকরা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স