ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

পানির নিচে হারিয়ে যেতে বসা এক দেশ ‘টুভালু’

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১১:৪২:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১১:৪২:৪১ পূর্বাহ্ন
পানির নিচে হারিয়ে যেতে বসা এক দেশ ‘টুভালু’
পানি আর আকাশের মাঝখানে ভেসে থাকা একটুকরো স্বর্গ টুভালু। এটি পৃথিবীর অন্যতম ছোট দেশ, যার আয়তন মাত্র ২৬ বর্গকিলোমিটার, বাংলাদেশের কোনো একটি উপজেলা কিংবা গ্রামের চেয়েও ছোট! এমন এক ছোট্ট জায়গায় গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ জাতি, যা কোনো অদ্ভুত কাহিনীর মতো!

টুভালু নিয়ে আছে এক অদ্ভুত বিষয়। টুভালুর ইন্টারনেট ডোমেইন হলো .TV! দুনিয়ার অনেক মিডিয়া কোম্পানি এই ডোমেইন কিনে নেয় লাখ লাখ ডলারে।
এটি এখন দেশের অন্যতম আয়ের উৎস, যা টুভালুর অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে!

টুভালু প্রশান্ত মহাসাগরের ওশিয়ানিয়া অঞ্চলে অবস্থিত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী একটি দ্বীপরাষ্ট্র। দ্বীপগুলোর মধ্যে ৯টি রয়েছে এবং এটি পৃথিবীর একমাত্র রাষ্ট্র, যেটি সমুদ্রের পানি বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মধ্যে রয়েছে।

এখানে জীবন চলে সমুদ্রের ধারে ধারে। জলের পাশ দিয়েই ছুটে চলে সাইকেল, মোটরসাইকেল, এবং ছোট গাড়ি ... যেন এক শান্ত, কিন্তু বিচিত্র জীবনের প্রতীক। একটা ব্যাংক, একটা থানা, একটা বিমানবন্দর এসবই টুভালুর সমস্ত বৈশিষ্ট্য!

টুভালুর একমাত্র বিমানবন্দর ফুনাফুতি, যা তৈরি হয়েছিল ১৯৪৩ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী কর্তৃক। এটা ছিল জাপানি আক্রমণ ঠেকানোর জন্য। আজকের দিনে, এটা একটি আধুনিক যাত্রী বিমানবন্দর হিসেবে কাজ করে, তবে সপ্তাহে মাত্র ২ দিন ফিজি এয়ারওয়েজের ছোট্ট একটি বিমান যাতায়াত করে। এই বিমানটির ক্ষমতা মাত্র ৭২ জন যাত্রী বহন করার।

কিন্তু সব কিছুই অতীতের সৌন্দর্য নয়। আজ টুভালু বসে আছে এক দুশ্চিন্তার মাঝখানে। এখানে মোট ৯টি দ্বীপ রয়েছে, কিন্তু দু’টি দ্বীপ ইতিমধ্যে প্রায় ডুবে যেতে বসেছে! বিজ্ঞানীরা জানান, সমুদ্রপৃষ্ঠ প্রতি বছর ৩.৯ শতাংশ হারে বাড়ছে। এই দ্বীপগুলোর উচ্চতা মহাসমুদ্র থেকে মাত্র দুই মিটার। এটা টুভালুর জন্য এক মহাসংকেত, কারণ ভবিষ্যতে পুরো দেশটাই হারিয়ে যেতে পারে পানির নিচে।

প্রশান্ত মহাসাগরে ওঠা যে কোনো ঘূর্ণিঝড়ই টুভালুর জন্য এক ভয়াবহ বিপদ! বাড়িঘর ভেঙে পড়ে, সমুদ্রের পানি ঢুকে পড়ে সব কিছু ছিন্নভিন্ন করে দেয়। এখানকার বাসিন্দাদের জীবনের প্রতিটি মুহূর্ত কাটে শঙ্কার মধ্যে কখন কিভাবে ঘূর্ণিঝড় আসবে!

এক সময় টুভালু ছিল পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য! রোমান্টিক সৈকত, প্রবাল প্রাচীর, নিরিবিলি প্রকৃতি, এটা ছিল সেরা হানিমুন ডেস্টিনেশন! তবে এখন আর সেই দিন নেই। প্রকৃতির অবস্থা আর বিপন্ন পর্যটন ব্যবসার কারণে এখানে এখন পর্যটকের সংখ্যা কমে গেছে। অনেকেই জানেনও না টুভালু কোথায়!

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ