ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ২: আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের তীব্র সংঘাত

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:১৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:১৭:১৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ২: আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের তীব্র সংঘাত ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে এক দফা দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

 

রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, নিহতদের নামপরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে তারা পুরুষ এবং বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। আহতদের মধ্যে ২০ জনের বেশি জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

 

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে, পুলিশ গুলি চালায়নি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে রোববার (৪ আগস্ট) থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (৩ আগস্ট) বিকালে আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকেই রাজপথে অবস্থান নেওয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ