কুরবানি ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে কমিটি
আপলোড সময় :
১৬-০৫-২০২৫ ১০:৪২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৫-২০২৫ ১০:৪২:৩৬ অপরাহ্ন
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে আহ্বায়ক করে ‘কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।
শুক্রবার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করে, যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সরকার ‘কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’ নিম্নরূপে পুনর্গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।
এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও এক্সিকিউটিভ চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সচিব, শিল্প মন্ত্রণালয়, সচিব, বাণিজ্য মন্ত্রণালয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সদস্য হিসেবে এনজিও প্রতিনিধি (সরকার কর্তৃক মনোনীত), ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি (সরকার কর্তৃক মনোনীত), বেসরকারি প্রতিনিধি (সরকার কর্তৃক মনোনীত) থাকবেন। এ কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।
কমিটির কার্যপরিধি বিষয়ে গেজেটে বলা হয়েছে, সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ, পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া নির্ধারণ, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কুরবানির সঙ্গে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা, চামড়ার বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। কুরবানির হাট, পশু পরিবহন ও পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয়ে নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী, সাভারসহ সারা দেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা।
বাণিজ্য মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটি প্রয়োজনে আরও নতুন সদস্য নিতে পারবে (কো-অপ্ট)। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোহাম্মদ খালেদ রহীম স্বাক্ষরিত এ গেজেট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স