ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

প্রেস ক্লাব, আফতাবনগরে উত্তাল বিক্ষোভ: সংঘর্ষে উত্তপ্ত সাইন্সল্যাব

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:০৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:১৫:০৫ অপরাহ্ন
প্রেস ক্লাব, আফতাবনগরে উত্তাল বিক্ষোভ: সংঘর্ষে উত্তপ্ত সাইন্সল্যাব ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একদফা দাবিতে আজ রাজধানীতে অসহযোগ আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা সিএমএম কোর্টের সামনে একটি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। সাইন্সল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

আজ রোববার সকালে শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান নেন। তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের কর্মীরা, তখনই আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এই অসহযোগ আন্দোলনের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। অফিসগামী যাত্রীরা গণপরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে হাসপাতালগামী রোগী ও তাদের স্বজনেরা চরম বিপাকে রয়েছেন। রাস্তায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা বেশি দেখা যাচ্ছে, তবে গণপরিবহন স্বাভাবিকের তুলনায় কম রয়েছে।

 

 

আফতাবনগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।

 

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকাল থেকেই আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং টিএসসির সামনের সড়কে অবস্থান নিয়েছেন।

 

সকাল ১১টার দিকে বাটা সিগন্যাল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সাইন্সল্যাবের দিকে আসেন এবং আন্দোলনকারীদের ধাওয়া দেন। পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটেন।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ