ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

উপদেষ্টা আসিফের এপিএস ও নূরজাহানের দুই পিওকে তলব

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৭:০৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৭:০৬:০৯ অপরাহ্ন
উপদেষ্টা আসিফের এপিএস ও নূরজাহানের দুই পিওকে তলব
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মাহমুদুল হাসান ও সাবেক পিও এবং ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতা এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকেও তলব করা হয়েছে। 

কিছুদিন আগে, দুর্নীতির অভিযোগে অব্যাহতি পান উপদেষ্টা আসিফ মাহমদের সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও এবং ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি। আর দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পান এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার বিষয়ে আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এই চারজনের বিরুদ্ধে মোটাদাগে কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য এবং পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্য’ অভিযোগ রয়েছে।

এর আগে, গত ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের পদ থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। যদিও উপদেষ্টা নিজেই তাকে ৮ এপ্রিল অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন। তার আগে, দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে, ২১ এপ্রিল এনসিপি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে তার নাম উঠে আসে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ