ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নভোএয়ারের ফ্লাইট চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:৪৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:৪৩:৫১ অপরাহ্ন
নভোএয়ারের ফ্লাইট চালু নিয়ে নতুন সিদ্ধান্ত
নভোএয়ারের ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট চলবে প্রতিষ্ঠানটির। টিকেটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি।ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিলো। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।

তিনি আরও বলেন, উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।

টিকিটের মূল্য ১৫% ছাড়ের অফারটি পেতে সম্মানিত যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।

উল্লেখ্য, গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিল।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ