ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মন্ত্রী-এমপিরা আসলেই দেশত্যাগ করছেন কি?

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:০৫:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:০৫:০২ অপরাহ্ন
মন্ত্রী-এমপিরা আসলেই দেশত্যাগ করছেন কি? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বর্তমান পরিস্থিতিতে মন্ত্রী-এমপি, আমলা ও ব্যবসায়ীদের দেশত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছু পোস্টে দাবি করা হচ্ছে, শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জন ব্যক্তি দেশত্যাগ করেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী-এমপি ও আমলা রয়েছেন।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের বিমানে দাঁড়িয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ছবিতে দেখা যায়, তিনি বিমানের ভেতরে হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র তাপস শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।

 

বিমানবন্দর সূত্রের উল্লেখ করে কেউ কেউ বলছেন, আজ ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে আরও কয়েকজন মন্ত্রী, এমপি, আমলা, বিচারপতি এবং ব্যবসায়ী বিদেশে যেতে পারেন। ধারণা করা হচ্ছে, এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী রয়েছেন, সম্ভবত সস্ত্রীক যাত্রা করছেন তারা।

 

এর আগে অনেক ভিআইপি ও সিআইপি দেশত্যাগ করেছেন। আগামী কয়েক দিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের তালিকা বেশ দীর্ঘ বলে জানা গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ