মিশা সওদাগর কি সত্যি মারধরের শিকার হয়েছেন?
আপলোড সময় :
১৫-০৫-২০২৫ ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৫-২০২৫ ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল বুধবার (১৫ মে) রাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিনেতা মিশা সওদাগর মব-এর শিকার হয়েছেন বলে সেই ভিডিওতে দাবি করা হয়। আরও দাবি করা হয়, তাকে রাস্তায় মারধর করেছেন উৎসুক জনতা।
এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যা দেখে ভক্তরাও চিন্তিত হয়ে পড়েন। অনেকই মনে করেন, মিশা সওদাগর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আসল ঘটনা হলো, মিশাকে মারধরের ভিডিও মিথ্যে। তার নামে ভুয়া ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি মিথ্যে নয়। খোঁজ নিয়ে জানা গেছে, হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে অবস্থান করছেন তিনি। ছবিটি সেখানকার।
‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে প্রায় ৯ বছর আগে গুরুতর আহত হয়েছিলেন এই অভিনেতা। সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা।
সেই সময় প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন মিশা। সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যান তিনি।
প্রসঙ্গত, মিশাকে ২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে দেখা যায়। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিংয়ে গিয়ে পড়ে গিয়ে পায়ে আঘাত পান এই অভিনেতা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স