ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আজ একই এলাকায় অবস্থানের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা

সকাল থেকেই চট্টগ্রামে শিক্ষার্থীদের রাজপথে বিক্ষোভ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:০০:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:০০:২৩ অপরাহ্ন
সকাল থেকেই চট্টগ্রামে শিক্ষার্থীদের রাজপথে বিক্ষোভ ছবি: সংগৃহীত

এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের শিক্ষার্থীরা সকাল থেকেই নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের দাবিতে এই অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছেন তাঁরা।

 

রোববার বেলা ১১টার কর্মসূচি থাকলেও শিক্ষার্থীরা সকাল ১০টা থেকেই বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, আজ সকাল ১১টায় আন্দোলনকারীরা নিউমার্কেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এর আগে, গতরাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলার পর আজ একই এলাকায় অবস্থানের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পেশাগতভাবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, আন্দোলনের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বর্তমানে শুধুমাত্র বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ