ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

বাসে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৬:০৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৬:০৬:২১ অপরাহ্ন
বাসে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আসন্ন ঈদুল আজহায় ১৬ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন বাস মালিকেরা। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ১৬ মে (শুক্রবার) থেকে বাসের মালিকেরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন উভয় মাধ্যমেই টিকিট পাবেন।

শুভঙ্কর ঘোষ রাকেশ আরও বলেন, ইতিমধ্যে সব মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না।

তিনি বলেন, ‘গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকেরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী ভাড়া নির্ধারণ করেন। এবার আমরা মালিকেরা বসেছি এবং এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ