ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ঢাবি ছাত্রদল নেতা সাম্যের জানাজা দুপুরে

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:১৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:১৬:০৬ অপরাহ্ন
ঢাবি ছাত্রদল নেতা সাম্যের জানাজা দুপুরে
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা নামাজ বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ মে) বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক ওয়াসী তামী সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাম্য বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের জানাজা নামাজ বাদ যোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ