সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সরকার পতনের এক দফা দাবির পর শনিবার সারা দেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ চলে।
আজ রোববার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টার দিকে ঢাকার শাহবাগ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় হাসপাতালে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়েন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাহবাগে আসার সময় এক দফা দাবিতে স্লোগান দেন এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগানটি শোনা যায়।
এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে দুই-তিনজন করে বিক্ষোভকারী যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করেন। পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে ফিরে আসেন। এ সময় শাহবাগ এলাকায় পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি। এই সংঘর্ষে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।