ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা
আপলোড সময় :
১৩-০৫-২০২৫ ১০:২৮:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০৫-২০২৫ ১০:২৮:৫৭ পূর্বাহ্ন
ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরমাণু কর্মসূচিকে নিয়ে ইরানের চলমান সংলাপের মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন নতুন নিষেধাজ্ঞায় ইরানের সামরিক বাহিনীর অস্ত্র গবেষণা সংস্থা ‘অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ (এসপিএনডি)’–এর সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত আছেন। যদিও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করেনি হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তা ও প্রতিষ্ঠানটি সরাসরি ইরানের পরমাণু প্রকল্পে প্রত্যক্ষভাবে যুক্ত ও তাদের কর্মকাণ্ড পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াচ্ছে। এরইমধ্যে সংশ্লিষ্টদের যুক্তরাষ্ট্রে যাবতীয় সম্পদ জব্দ করা হয়েছে ও দেশটিতে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো মার্কিন সংস্থাও তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।
পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেন, ইরান ধারাবাহিকভাবে তার পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে এবং দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে, যা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য।
তিনি আরও বলেন, বিশ্বে ইরানই একমাত্র দেশ যার কোনো পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে সতর্ক হয় এবং ট্রাম্প নিজে ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন। ইরানের সরকারও তাতে সাড়া দেয়।
যার ফলে, কাতারের রাজধানী দোহায় চলছে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের সংলাপ এবং ইরানের চাওয়া অনুযায়ী সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে ওমান।
দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফা সংলাপ শেষ হয়েছে। এর মধ্যেই এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র, যা আলোচনার ভবিষ্যৎ ফলাফলের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স