ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আওয়ামী লীগ নিয়ে মধ্যরাতে প্রেস উইংয়ের বিশেষ বার্তা

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
আওয়ামী লীগ নিয়ে মধ্যরাতে প্রেস উইংয়ের বিশেষ বার্তা
আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও তা মতপ্রকাশের স্বাধীনতায় কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দফতর।
 

সোমবার (১২ মে) দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে  এ কথা জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, গত কয়েক বছরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সহিংসতা, মানবতাবিরোধী অপরাধ এবং বিচারপ্রক্রিয়া বিঘ্নের অভিযোগ রয়েছে। এসব কারণেই দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত ১২ মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা,  গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। তবে উক্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড, দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ